Close

Recent Posts

রাজ্য

গ্রামবাসীকে জল কিনে খাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান

গ্রামবাসীকে জল কিনে খাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান
  • PublishedNovember 11, 2025

দীর্ঘদিন ধরে জল আসছে না গ্রামে, প্রধান দিলেন জল কিনে খাওয়ার নির্দেশ, ক্ষুব্ধ গ্রামবাসী করলেন রাস্তা অবরোধ।

দীর্ঘ দুমাস যাবত জল পাচ্ছে না গ্রামবাসী।অঙ্গনওয়ারী সেন্টারেও জলের অভাবে কাজকর্ম ঠিকঠাক করা যাচ্ছে না। বাচ্চাদের মিড-ডে মিল রান্না করতে গিয়ে অসুবিধায় পড়তে হচ্ছে। গ্রামবাসীরা এবিষয়ে গ্রাম প্রধান নীলকান্ত বাবুকে একাধিকবার জানিয়েছেন। কিন্তু গ্রাম প্রধান মানুষের স্বার্থে কিংবা সমস্যার সমাধানে কোন ভূমিকাই নেন নি বলে অভিযোগ। গ্রামের মানুষের বক্তব্য প্রধান উল্টো গ্রামবাসীকে জল কিনে খাওয়ার নির্দেশ দিয়েছেন। প্রধানের এহেন বক্তব্য মানুষ মেনে নিতে পারে নি। পানীয়জল, রাস্তাঘাট থেকে শুরু করে সরকারি প্রকল্পের সঠিক বাস্তবায়ন, সর্বোপরি গ্রামের উন্নয়নের লক্ষ্যে মানুষ গ্রাম প্রধান নির্বাচিত করেন। যে কোন সমস্যা হলে গ্রামের মানুষ আগে প্রধানের কাছে ছুটে যান।গ্রামাঞ্চলে এখনো এই রীতিনীতিই চলছে। কিন্তু এ কেমন প্রধান, যিনি পানীয় জলের সমস্যার সমাধান না করে উল্টো গ্রামবাসীকে জল কিনে খাওয়ার নির্দেশ দিলেন ? বিষয়টি সামনে আসার পর অতিস্বত্বর প্রধানের পদ থেকে উনার পদত্যাগ করা উচিত বলে মনে করছেন সচেতন মহল। তিনি নিজে পদত্যাগ না করলেও গ্রামের উন্নয়নের স্বার্থে উনাকে এই গুরত্বপূর্ণ দায়িত্ব থেকে সরানোর দাবি উঠেছে। এদিকে দীর্ঘ দুমাস যাবত জল না পেয়ে ভুক্তভোগীরা আজ বাধ্য হয়ে রাস্তা অবরোধ করলেন। ঘটনা ধর্মনগর কালাছড়া ব্লকের অধীন পূর্ব প্রত্যেকরায় গ্রামে। গ্রামের পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ধর্মনগর–কদমতলা মূল সড়কের লালছড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। বন্ধ হয়ে পড়ে যান চলাচল। রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কদমতলা থানার পুলিশ ও DWS দপ্তরের SDO এবং কালাছড়া ব্লকের ভিডিও। দীর্ঘ আলোচনার পর DWS এর SDO অবরোধকারী প্রমীলা বাহিনীকে আশ্বস্ত করেন, তিন দিনের মধ্যে পরিস্রুত জলের ব্যবস্থা করা হবে। এই আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেয় মহিলারা।

Written By
admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *