Close

Recent Posts

অপরাধ

চুরি যাওয়া সাড়ে ৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ টাকা উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল বিলোনিয়া থানার পুলিশ।

চুরি যাওয়া সাড়ে ৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ টাকা উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল বিলোনিয়া থানার পুলিশ।
  • PublishedNovember 13, 2025

বিলোনিয়া থানার পুলিশের বড়সড় সাফল্য। চুরির ঘটনা থানায় লিপিবদ্ধ করার ২৪ ঘন্টার মধ্যে চুরি হওয়া প্রায় সাড়ে ৫ভরি স্বর্ণালংকার এবং নগদ ত্রিশ হাজার টাকা উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল। যার বাজার মূল্য সাড়ে সাত লক্ষ টাকার বেশি হবে। পুলিশের ভূমিকায় খুশি স্বর্ণালঙ্কারের মালিক বেনু মল্ল ও তার স্ত্রী। বাড়ি বিলোনিয়া থানাধীন মতাই ভূমিহীন কলোনি। তবে চোর যেহেতু বেনু মল্লের নিকট আত্মীয় এবং বাড়ির পাশাপাশি থাকেন তাই অভিযোগ তুলে নিয়ে মীমাংসা করা হয়েছে। তবে চুরি হওয়া সামগ্রীর মধ্যে একটি সোনার আংটি এবং নগদ ২৮০০ টাকা পাওয়া যায়নি। আজ বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক ঋষভ এই বিষয়ে সাংবাদিকদের অবগত করে সাংবাদিকদের সামনেই মালিকের হাতে তুলে দিল জিনিসপত্র। মূলত থানার এসআই রাহুল জমাতিয়া এবং প্রানজিৎ রায় এই চুরির সঙ্গে যুক্ত ব্যক্তিকে আটক করে আগরতলা থেকে মালগুলি উদ্ধার করে নিয়ে আসে।

Written By
admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *