ভারত সেরার গৌরব অর্জনকারী রাজ্যের বিষ্ময় দাবারু আর্শিয়ার বাড়িতে গেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।
উত্তরপ্রদেশের গাজিয়াবাদে গত দুই থেকে ১০ নভেম্বর অনুষ্ঠিত হয় ৪১ তম জাতীয় সাব জুনিয়র বালিকাদের দাবা চ্যাম্পিয়নশিপ। প্রায় এক সপ্তাহব্যাপী অনুষ্ঠিত জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় রাজ্যের হয়ে প্রতিদ্বন্দ্বী করে অসাধারণ সাফল্য অর্জন করেন রাজ্যের বিস্ময় দাবারু আর্শিয়া দাস। প্রতিযোগিতায় সাড়ে ১০ পয়েন্ট নিয়ে অপরাজিত থেকে চ্যাম্পিয়নের শিরোপা ছিনিয়ে নিয়ে জাতীয় স্তরে রাজ্যের নাম আরো একবার উজ্জ্বল করে আর্শিয়া। প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করে গতকাল রাজ্যে ফিরে আসার পর বিমানবন্দরে তাকে শুভেচ্ছা জানান রাজ্য দাবা অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। বুধবার তার বাড়িতে ছুটে গেলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। আর্শিয়ার বাড়িতে গিয়ে শ্রীমতি ভৌমিক জাতীয় স্তরে রাজ্যের সুনাম উজ্জ্বল করার জন্য তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেন।আর্শিয়ার আগামী দিনের লক্ষ্য গ্র্যান্ড মাস্টার হওয়ার পাশাপাশি জাতীয় দলের হয়ে এশিয়া, বিশ্ব ও অলিম্পিক আসলে অংশগ্রহণ করা। আর তার এই লক্ষমাত্রাকে বাস্তবায়ন করার জন্য রাজ্যবাসীর সহযোগিতা চাইলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতি ভৌমিক।
