সাব্রুম থেকে নিখোঁজ নাবালিকা নেপাল থেকে উদ্ধার, অপহরণকারী আটক। সাব্রুম থানার বড় সাফল্য।
গত ১৯ অক্টোবর সাব্রুম থেকে এক নাবালিকা ছাত্রী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিল। মোবাইলের লোকেশন ট্র্যাক করে তদন্তের সূত্র ধরে সাব্রুম থানার পুলিশ জানতে পারে, নাবালিকাকে সীমান্ত পেরিয়ে নেপালে নিয়ে যাওয়া হয়েছে।পুলিশ নেপালের ডং জেলার তুলশীপুর গ্রাম থেকে অপহৃত নাবালিকাকে উদ্ধার করে গত ৯ নভেম্বর সাব্রুমে ফিরিয়ে আনে। অন্যদিকে অসমের কোকরাঝাড় জেলার বাসিন্দা অপহরণকারী কৃষ্ণ ঠাকুর (বয়স ৩৫) তাকে ১০ নভেম্বর মোবাইলের লোকেশন ট্র্যাক করে গ্রেফতার করে সাব্রুম থানার পুলিশ। এই অভিযান সম্পর্কে মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার জানান, সাফল্যের পেছনে জেলা পুলিশ সুপার মড়িয়া কৃষ্ণা, এএসপি (আইপিএস) বিশাল কুমার, ওসি ওপু দাস এবং গোটা তদন্ত দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
