Close

Recent Posts

রাজনীতি

জুলাই সনদের বাইরের সিদ্ধান্ত মানতে দলগুলো বাধ্য না: বিএনপি

জুলাই সনদের বাইরের সিদ্ধান্ত মানতে দলগুলো বাধ্য না: বিএনপি
  • PublishedNovember 11, 2025

জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়াদির বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে, সনদে স্বাক্ষরকারী কোনো দল তা মানতে বাধ্য থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, এমন কিছু ঘটলে তার সম্পূর্ণ দায় সরকারের ওপরই বর্তাবে।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা ১২টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

দলের অবস্থান তুলে ধরে ড. মোশাররফ বলেন, ‘আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে, জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়ের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না।’ 

তিনি সরকারকে সতর্ক করে বলেন, ‘এমন কিছু ঘটলে এর দায়িত্ব সরকারের ওপরই বর্তাবে। এ ব্যাপারে সতর্ক পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’ 

Written By
admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *