তিন দফা দাবিতে ত্রিপুরা সমগ্র শিক্ষা কর্মচারী সংঘের ডেপুটেশন। দাবি অনাদায়ে আন্দোলন জোরদার করার হুঁশিয়ারি দিলেন নেতৃত্ব।
দীর্ঘদিনের বঞ্চনা ও দাবি পূরণের আশ্বাস না মেলায় ত্রিপুরা সমগ্র শিক্ষা কর্মচারী সংঘ বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে এক জোরালো ডেপুটেশন প্রদান করেছে। তিন দফা মূল দাবি আদায়ে এই কর্মসূচি পালন করা হয়, যেখানে শত শত কর্মচারী অংশ নিয়ে শহরের মূল রাজপথগুলি উত্তাল করে তোলেন। কর্মসূচিটি শুরু হয় আগরতলার ঐতিহাসিক রবীন্দ্র ভবনের সামনে থেকে। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সমগ্র শিক্ষা প্রকল্পের অধীন কর্মীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে জড়ো হতে শুরু করেন। সেখান থেকে এক সুশৃঙ্খল মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কার্যালয়ের সামনে পৌঁছায়। তিন দফা দাবির মধ্যে রয়েছে, যোগ্যতার ভিত্তিতে সকল সমগ্র শিক্ষা কর্মচারীর চাকরি অবিলম্বে নিয়মিত করা; বর্তমান বেতন কাঠামোতে বিদ্যমান বৈষম্য দূর করে রাজ্য সরকারের নিয়মিত কর্মচারীদের সমতুল্য বেতন ও ভাতা প্রদান নিশ্চিত করা; এবং চাকরির সুরক্ষা, পিএফ সুবিধা চালু করা এবং বদলির ক্ষেত্রে স্বচ্ছ নীতি প্রণয়ন করা। এই কর্মীরা দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিক কাজ করছেন, যার ফলে তাদের জীবনে অনিশ্চয়তা তৈরি হয়েছে।এদিন সংঘের পক্ষ থেকে পাঁচ সদস্যের প্রতিনিধি দল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তার হাতে দাবিসনদ তুলে দেন। কর্মচারীরা আশা প্রকাশ করেন যে তাদের দীর্ঘদিনের দাবিগুলি এবার বাস্তবায়িত হবে এবং তাদের কর্মজীবনে স্থায়িত্ব ও নিরাপত্তা আসবে।
