ফেনসিডিল কারবারে অন্যতম অভিযুক্ত মান্তুনু সাহার আমতলী বাইপাস গুদামে ক্রাইম ব্রাঞ্চের হানা।
জিরানিয়া রেলস্টেশনে বিপুল পরিমাণ নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার কাণ্ডে মূল অভিযুক্ত এবং ‘বড় পার্টনার’ হিসেবে চিহ্নিত মান্তুনু সাহার আমতলী বাইপাস সংলগ্ন গুদামে ক্রাইম ব্রাঞ্চের একটি টিম বুধবার হানা দিল। তল্লাশি চালিয়ে উদ্ধার হওয়া গুরুত্বপূর্ণ নথিপত্র এবং সিসিটিভি ফুটেজ পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।ক্রাইম ব্রাঞ্চ পুলিশ অফিসার জানালেন, মান্তুনু সাহা ফেনসিডিল চক্রের কেবল একজন সরবরাহকারী নন, তিনি এই ব্যবসার অন্যতম প্রধান অর্থলগ্নিদাতা। পুলিশ সূত্রে পাওয়া তথ্যানুযায়ী, শুধুমাত্র এই ফেনসিডিল আমদানির ব্যবসায় মান্তুনুর প্রায় ১০ কোটি টাকা লগ্নি করা রয়েছে। আমতলী বাইপাস গুদাম থেকে উদ্ধার হওয়া কাগজপত্র, যা মূলত আর্থিক লেনদেন, সরবরাহ শৃঙ্খল এবং অন্যান্য অংশীদারদের নাম বহন করছে, তা এই ১০ কোটি টাকার উৎসের সন্ধানে সহায়ক হবে।তল্লাশির সময় ক্রাইম ব্রাঞ্চ দল গুদামটি পুরোপুরি সিল করে দেয় এবং তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে সিসি ক্যামেরা সহ সমস্ত সিসি ফুটেজ বাজেয়াপ্ত করে। এই ফুটেজগুলি বিশ্লেষণের মাধ্যমে গুদামে কারা আসত, পণ্য কীভাবে ওঠানো-নামানো হতো এবং ব্যবসার সময়সূচি কেমন ছিল, সে সম্পর্কে গুরুত্বপূর্ণ ডিজিটাল প্রমাণ মিলতে পারে।এই হাই-প্রোফাইল মাদক মামলায় এ পর্যন্ত মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে।
