Close

Recent Posts

অপরাধ রাজ্য

বুধবার ভোরবেলা NIA-এর হানা। এই খবর সামাজিক মাধ্যমে চাউর হতেই গোটা ঊনকোটি জেলায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।

বুধবার ভোরবেলা NIA-এর হানা। এই খবর সামাজিক মাধ্যমে চাউর হতেই গোটা ঊনকোটি জেলায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।
  • PublishedNovember 12, 2025

কৈলাসহরের চন্ডীপুর ব্লকের অধীনস্হ ধনবিলাশ গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের ভাগ্যপুর গ্রামের বাসিন্দা পরিতোষ শীলের বাড়িতে ভোর ৫টা নাগাদ কৈলাসহর থানার সাব ইনস্পেকটর দেবব্রত শীলের নেতৃত্বে চার জন টিএসআর জওয়ান এবং একজন মহিলা কনস্টেবল সহ পাঁচজনের NIA-এর আধিকারিকরা যায়। সেসময় পরিতোষ শীল সহ বাড়ির অন্যান্য সকল সদস্যরা ঘুমে ছিলেন। পুলিশ পরিতোষ শীলকে ডেকে ঘুম থেকে উঠায় এবং পরবর্তী সময়ে NIA-এর আধিকারিকরা তাদের পরিচয় পত্র দেখান। প্রথমেই NIA-এর আধিকারিকরা পরিতোষ শীলের ঘর তল্লাশী করে এবং তল্লাশী করে কিছুই পায়নি। পরিতোষের সমস্ত কাগজ পত্রও তল্লাশী করে। পরবর্তী সময়ে NIA-এর আধিকারিকরা পরিতোষ শীলকে টানা সাড়ে তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে এবং পরিতোষের নিজের মোবাইল বাজেয়াপ্ত করে NIA-এর আধিকারিকরা। এব্যাপারে পরিতোষ শীল সংবাদ প্রতিনিধিদের জানায় যে, NIA-এর আধিকারিকরা রহিম আলী নামে এক যুবকের ছবি দেখিয়ে বলে রহিমকে চেনে কিনা? উত্তরে পরিতোষ জানায় যে, রহিমকে কোনো দিন দেখে নি এবং রহিমকে চেনে না। NIA-এর আধিকারিকরা এও জানান যে, পরিতোষের মোবাইল থেকে মোট তেরো বার রহিমকে ফোন করা হয়েছিলো। এই প্রশ্নের উত্তরে পরিতোষ জানায় যে, সে কোনো দিন রহিম নামে কাউকে ফোন করে নি। জিজ্ঞাসাবাদ শেষে NIA-এর আধিকারিকরা পরিতোষ শীলকে গ্রেফতার না করলেও পরিতোষকে আগামী কুড়ি নভেম্বর গুজরাটের আহমেদাবাদের NIA-এর অফিসে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

Written By
admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *