কৈলাসহরের চন্ডীপুর ব্লকের অধীনস্হ ধনবিলাশ গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের ভাগ্যপুর গ্রামের বাসিন্দা পরিতোষ শীলের বাড়িতে ভোর ৫টা নাগাদ কৈলাসহর থানার সাব ইনস্পেকটর দেবব্রত শীলের নেতৃত্বে চার জন টিএসআর জওয়ান এবং একজন মহিলা কনস্টেবল সহ পাঁচজনের NIA-এর আধিকারিকরা যায়। সেসময় পরিতোষ শীল সহ বাড়ির অন্যান্য সকল সদস্যরা ঘুমে ছিলেন। পুলিশ পরিতোষ শীলকে ডেকে ঘুম থেকে উঠায় এবং পরবর্তী সময়ে NIA-এর আধিকারিকরা তাদের পরিচয় পত্র দেখান। প্রথমেই NIA-এর আধিকারিকরা পরিতোষ শীলের ঘর তল্লাশী করে এবং তল্লাশী করে কিছুই পায়নি। পরিতোষের সমস্ত কাগজ পত্রও তল্লাশী করে। পরবর্তী সময়ে NIA-এর আধিকারিকরা পরিতোষ শীলকে টানা সাড়ে তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে এবং পরিতোষের নিজের মোবাইল বাজেয়াপ্ত করে NIA-এর আধিকারিকরা। এব্যাপারে পরিতোষ শীল সংবাদ প্রতিনিধিদের জানায় যে, NIA-এর আধিকারিকরা রহিম আলী নামে এক যুবকের ছবি দেখিয়ে বলে রহিমকে চেনে কিনা? উত্তরে পরিতোষ জানায় যে, রহিমকে কোনো দিন দেখে নি এবং রহিমকে চেনে না। NIA-এর আধিকারিকরা এও জানান যে, পরিতোষের মোবাইল থেকে মোট তেরো বার রহিমকে ফোন করা হয়েছিলো। এই প্রশ্নের উত্তরে পরিতোষ জানায় যে, সে কোনো দিন রহিম নামে কাউকে ফোন করে নি। জিজ্ঞাসাবাদ শেষে NIA-এর আধিকারিকরা পরিতোষ শীলকে গ্রেফতার না করলেও পরিতোষকে আগামী কুড়ি নভেম্বর গুজরাটের আহমেদাবাদের NIA-এর অফিসে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
Written By
admin

Recent Posts
- চুরি যাওয়া সাড়ে ৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ টাকা উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল বিলোনিয়া থানার পুলিশ।
- ভারত সেরার গৌরব অর্জনকারী রাজ্যের বিষ্ময় দাবারু আর্শিয়ার বাড়িতে গেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।
- বুধবার ভোরবেলা NIA-এর হানা। এই খবর সামাজিক মাধ্যমে চাউর হতেই গোটা ঊনকোটি জেলায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।
- ফেনসিডিল কারবারে অন্যতম অভিযুক্ত মান্তুনু সাহার আমতলী বাইপাস গুদামে ক্রাইম ব্রাঞ্চের হানা।
- তিন দফা দাবিতে ত্রিপুরা সমগ্র শিক্ষা কর্মচারী সংঘের ডেপুটেশন। দাবি অনাদায়ে আন্দোলন জোরদার করার হুঁশিয়ারি দিলেন নেতৃত্ব।
Recent Comments
No comments to show.